✅ বই : জুমা বিশ্বকোষ ✅ লেখক : নাজমুল হাসান কাসেমী ✅ পৃষ্ঠা সংখ্যা : 608 ✅ বাঁধাই : হার্ডকভার
বই পরিচিতিঃ
“জুমা বশিকোষ”- গ্রন্থ’টি শুধু একটি বই নয়; বরং একটি যুগান্তকারী প্রচষ্টো। যখোনে ইসলামরে মূল পাঁচ স্তম্ভ (ঈমান, সালাত, সয়িাম, জাকাত, হজ) কুরআন ও সহহি হাদসিরে আলোকে ব্যাখ্যা করা হয়ছেে অত্যন্ত সুনপিুণভাবে।
এছাড়া হজিরি বছররে প্রতটিি মাসকে কন্দ্রে করে বশিুদ্ধ আকদিা, মাসআলা-মাসায়লে, তাযকয়িা, নসহিত, ঐতহিাসকি ঘটনা এবং চলমান জাহলেয়িাতরে সংশোধনমূলক খুতবা ও বক্তব্য সাজানো হয়ছেে সহজবোধ্য ভাষায়। প্রতটিি মাস ও সপ্তাহরে জুমা যনে হয় ঈমান জাগানয়িা ও সমাজ সংস্কাররে মাধ্যম। সইে লক্ষ্যে সাজানো হয়ছেে পুরো “জুমা বশ্বিকোষ”।
ইমাম, খতবি, আলমে, তালবিে ইলম ও দ্বীনপপিাসু মুসলমান সকলরে জন্য এটি হতে পারে একটি অপরিহার্য সহচর। বশিষেত খতবি সাহবেদরে সামনে বইটি থাকলে জুমার জন্য প্রস্তুতি নওেয়া অত্যন্ত সহজ হবে। একইসাথে মম্বিার থকেে বশিুদ্ধ ও প্রভাবশালী খুতবা প্রদানরে পথও সুগম হবে; ইনশাআল্লাহ!
“জুমা বশ্বিকোষ”-এ একদকিে যমেন কুরআন-হাদসিরে দলীলভত্তিকি আলোচনা আছে তেমনি রয়ছেে সমাজসংশোধনরে বাস্তবমুখী দিকনির্দেশনা। এটি হবে দ্বীন প্রচারে এক যুগোপযোগী উপহার।